ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না : সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:০৫ পিএম
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন তিনি।

সিইসি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, যা নির্বাচনের নিরাপত্তা ও সময়ের কারণে এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

সিইসি নির্বাচনের সময়সূচি বিস্তারিতভাবে জানান:

  • মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২৯ ডিসেম্বর ২০২৫
  • মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
  • রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ দিন: ১১ জানুয়ারি ২০২৬
  • কমিশনে আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি ২০২৬
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি ২০২৬
  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত)

সিইসি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, এবং প্রায় অকার্যকর পোস্টাল ভোট কার্যকর করা হয়েছে।

বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার। নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের সুবিধার্থে প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখা হবে।

ভাষণে সিইসি জানান, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া, ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে যাতে ভোটারদের যথাযথ সুবিধা দেওয়া যায়।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসি জানান, তফশিল ঘোষণার আগে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো দায়িত্বে নিয়োজিত ৩০০ জন বিচারকের সহযোগিতা নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশগ্রহণ করবেন। ইসি নিশ্চিত করেছেন, সকল কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।