পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আবারও চালু করতে যাচ্ছে ‘ঈদ স্পেশাল সার্ভিস’। ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন, সাশ্রয়ী ও সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে সারাদেশে এই বিশেষ সার্ভিস শুরু হবে। চলবে ১৪ জুন পর্যন্ত।
বিআরটিসি জানিয়েছে, ২৪ মে থেকে রাজধানীসহ বিভিন্ন বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা ঢাকার মতিঝিল, কল্যাণপুর, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, জোয়ারসাহারা, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন কেন্দ্র থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিভিন্ন বাস ডিপো থেকে নির্ধারিত রুটে বাস চালানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু রুট:
কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল
গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া
জোয়ারসাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, বরিশাল
মিরপুর ডিপো: মাওয়া, পাটুরিয়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ
মোহাম্মদপুর ডিপো: রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, গাইবান্ধা
গাজীপুর ডিপো: কুড়িগ্রাম, পাবনা, ঠাকুরগাঁও, খুলনা
নারায়ণগঞ্জ ডিপো: কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, মাদারীপুর, নেত্রকোনা
সিলেট, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, বগুড়া, রংপুর, পাবনা, টুঙ্গীপাড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ অন্যান্য ডিপোগুলোতেও বিভিন্ন রুটে বাস চলবে।
যাত্রীদের সুবিধার্থে প্রতিটি ডিপোতে ম্যানেজারের মোবাইল নম্বর সরবরাহ করা হয়েছে। নির্দিষ্ট রুটের টিকিট ও বাস সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে:
মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০।
বিআরটিসি’র এই উদ্যোগ ঈদযাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি পরিবহনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি এই সার্ভিস নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :