ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:৫০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

এতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, দলের সাংগঠনিক অবস্থাসহ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।