আইন নিজের হাতে না তুলে প্রশাসনকে সহযোগিতা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত শক্ত করতে আমাদের সচেতন থাকতে হবে। আইন নিজের হাতে না তুলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
তিনি বলেন, ‘এলাকার মানুষের জান ও মালের নিরাপত্তা যাতে ঠিক থাকে সেভাবে কাজ করতে হবে নেতা-কর্মীদের। বিএনপির কর্মী হিসেবে সবসময় সচেতন থাকতে হবে। আমাদের বহু নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন, বহু নেতা-কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। বহুজন অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজেই এই ব্যাপারে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশে যাতে গণতন্ত্রের ভিত মজবুত হয়, মানুষ যাতে নির্বিঘ্নে গণতন্ত্র চর্চা করতে পারে—আমরা ছাড় দিয়েছি। মানুষ আসুক। রাজনৈতিক দলগুলো আসুক। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু বড় দল, আমাদের অনেককিছু ছাড় দিতে হবে। আমরা ছাড় দিতে রাজিও। রাজনৈতিকসহ সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ।’