জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। একটি দল শুধু নির্বাচনের কথা বলছে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি। সংস্কার ও বিচার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ফ্যাসিবাদের আবারও জন্ম হবে।’
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট মিশন মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। দেশজুড়ে উন্নয়নের কথা বলা হলেও সেই উন্নয়ন এখনো সবার কাছে পৌঁছেনি। যত দিন লালমনিরহাটের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুবিধা না আসবে, তত দিন সেই উন্নয়ন আমরা মানি না।’
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়েই গেছে। ফলে আমরা মনে করি, আমাদের এই লড়াই এখনো শেষ হয়নি।’
তিনি আরও বলেন, ‘সেই লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য গণ-অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের প্রধান কাজ হলো—এ দেশের মানুষকে যেন আর দাস হয়ে থাকতে না হয়।’
পদযাত্রায় আরও বক্তব্য দেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।