বিএনপির ৭ বছর পর ডাকা বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
সভায় লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং সভায় সভাপতিত্ব করছেন তারেক রহমান, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত আছেন। এছাড়া, দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবরাও অংশ নিচ্ছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশ থেকে প্রায় সাড়ে ৪ হাজার নেতাকর্মী এই সভায় অংশগ্রহণ করবেন। সভার শুরুতে শোক প্রস্তাব এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া, অনুষ্ঠানে “প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’ তৈরি করেছে। সভা উপলক্ষে “আস্থা” নামে একটি ম্যাগাজিনও প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল, যা লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। এরপর খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন