সম্প্রতি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলের আত্মপ্রকাশ উপলক্ষে সারাদেশ থেকে বিভিন্ন বাহনযোগে নেতাকর্মীর জমায়েত করেন ‘বৈষম্যবিরোধীরা’। বেশ আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে গত কদিন ধরে চলছে বেশ আলোচনা।
নেটিজেনদের প্রশ্ন, সদ্য ছাত্রত্ব শেষ করা ‘নেতারা’ এই আনুষ্ঠানিকতার জন্য এত অর্থ কোথায় পেলেন। নতুন দলের ফান্ডিংই-বা কী? তবে এ প্রশ্ন শুধু সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
প্রতিটি দল চালাতে অর্থের প্রয়োজন হয়, আপনাদের অর্থের উৎস কী- এক দর্শকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের অর্থের উৎস হবে ক্রাউড ফান্ডিং, সেই সাথে প্রবাসীরাও অনেকে ফান্ড দিবেন আমরা আশা করি। তবে আমরা এইটা ক্লিয়ার করে রাখবো প্রতি ৬ মাস বা ১ বছর পরেই এর হিসাব আমরা দিব।’
তিনি আরও বলেন, ‘অনলাইন বেসড হবে এটা, যেন যেকোন মানুষ দেখতে পারে। ওয়েবসাইটে সব হিসাব থাকবে, কোন জায়গা থেকে টাকা আসতেছে বা খরচ হচ্ছে। এই স্বচ্ছতাটা আমরা নিশ্চিত করতে কাজ করছি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন