চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও এস এম ফজলুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সৈয়দ আল নোমান। এছাড়া সভা পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্র রাজনীতির ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। পরে, রমজানের পবিত্রতা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।