ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত পর্যালোচনার পর প্রতিক্রিয়া দেবে বিএনপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০১:৪১ এএম
বিএনপি-র পতাকা। ছবি -সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে সতর্ক বিএনপি। এ নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি তারা।

দলটির একাধিক সূত্র বলছে, তারা সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা করছে।

শনিবার (১০ মে) রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধান্ত হয়।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পুরো বিষয়টা বিশ্লেষণ করে তবেই চূড়ান্ত মন্তব্য করা উচিত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা এ সিদ্ধান্তকে স্বাগতও জানাচ্ছি না, প্রতিবাদও করছি না।

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।