গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনুরোধ নয়, এটা ছাত্র-জনতার সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই আহত ও শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো দাবি, অনুরোধ করছি না। আমরা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
এ সময় সারজিস আলম বলেন, ‘আজ থেকে নয় মাস আগে শহীদ মিনারে আমরা ছাত্র-জনতা রায় দিয়েছিলাম। এবার বায়তুল মোকাররমে দক্ষিণ গেট থেকে আবারও সেই রায় দেব। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না।
আপনার মতামত লিখুন :