রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রবিবার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে 'পরিকল্পিত বাংলাদেশ এবং নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়ন: রাজনৈতিক অঙ্গীকার ও আগামীর পথনকশা' শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক হয়।
তিন দিনব্যাপী সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, 'তারা শুধু ধ্বংস করে না, তারা শেল্টার পায়। এসমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায় ঐসমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ। এজন্য ঐ রাজনৈতিক নেতার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করার।'
তিনি আরও বলেন, 'দেশটি আমাদের ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি। তবে এই এই দেশের প্রাকৃতিক সম্পদ আমরা রক্ষা করতে পারিনি। আমাদের নদীগুলোতে এখন ধান চাষ হয়। সবই কি ভারত থেকে আসা পলিমাটির দোষ? আমাদের নদীগুলো আমাদের শরীরের ধমনী, শিরার মতো। আমরা নদীগুলোকে ধ্বংস করে ফেলছি। পানিতে যে মাছ গ্রো করতো সেগুলো এখান থেকে পালিয়ে যাচ্ছে। অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে উন্নয়ন করে জীববৈচিত্র্য ধ্বংসে আমরা মেতে আছি।’
জামায়াত আমীর রাষ্ট্রের পরিকল্পনায় যুক্ত করার আহবান জানিয়ে নগর পরিকল্পনাবিদদের বলেন, 'পরিকল্পনাবিদদের রাষ্ট্রের কোনো পরিকল্পনায় জায়গা দেওয়া হয়নি। তাহলে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে কেন পড়ানো হয়? আমাদের যদি আল্লাহ কখনও ক্ষমতার সাথে থাকার সুযোগ দেয় কথা দিচ্ছি পরিকল্পনাবিদদের আমরা ফ্যাসিলেটেড করবো।'
আপনার মতামত লিখুন :