পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ফেলার’ প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে পাবনা-চাটমোহর-ভাঙ্গুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাব্যাপী সমাবেশ শেষে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে উপজেলা জামায়াতের অফিসে ‘হামলা ও অগ্নিসংযোগ করে পবিত্র কোরআন শরিফ যারা পুড়িয়েছে’ তাদের গ্রেপ্তারি এবং দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন বাতিলের দাবি জানান।
এদিকে, জামায়াতের বিক্ষোভ সমাবেশের পর উপজেলা বিএনপি শুক্রবার (১৬ মে) বিকেলে আটঘরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
উল্লেখ্য, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ মে) আটঘরিয়া উপজেলা বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংষর্ষের ঘটনায় উভয়দলের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
আপনার মতামত লিখুন :