চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলম দেশে ছেড়ে পালাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, মাহবুব আলমের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।
ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন।
আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলার সময় আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শটগান নিয়ে আক্রমণ করে, ফলে ২৭ জন আহত হন। এ ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান কচুয়া থানায় মামলা করেন।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০০ জনকে বিবাদী করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মামলার বিষয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় ফোর্স পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন