ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা, যান চলাচল বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:০০ পিএম
নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি- সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে তারা সমর্থকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে গুলিস্তানের আশপাশের সড়কগুলোতে।

এর আগে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে আন্দোলনকারীরা দলবেঁধে এসে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বেশ কয়েকদিন ধরে ‘ঢাকাবাসীর’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন আসছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলনের প্রথম দিন থেকেই নগর ভবনে মূল ফটকে তালা দিলে অবস্থান নেন তারা। এরপর সেখানে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। ইশরাককে মেয়র ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।

এদিকে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।