উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। এই পরিষদে আওয়ামী লীগের পাহারাদার রয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শুক্রবার (২৩ মে) রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, দুই উপদেষ্টার পদত্যাগ চাই, কিন্তু আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। আমরা তাকে (প্রধান উপদেষ্টা) অবশ্যই আমরা সুযোগ দিবো, কারণ তার প্রতি আমাদের শ্রদ্ধা ও বিশ্বাসের যায়গাটা রয়েছে।
তিনি বলেন, দুর্নীতিবাজ এবং একই সাথে নৈরাজ্যের মাস্টারমাইন্ডের সাথে আমাদের কোনো আলোচনা না।
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে সাড়া দিয়ে আর কোনা ঐক্যের পথে হাঁটতে চাই না। বারবার এদের আহ্বানে সাড়া দিয়ে আমরা ধোঁকা খেয়েছি।