বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে আমরা কখনো ‘হ্যাঁ’ বলব না। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানেই আমাদের স্পষ্ট অবস্থান ‘না’।’
রোববার (২৫ মে) মৌলভীবাজারের জেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচার সব ছিদ্র বন্ধ করতে পারে, কিন্তু পতনের ছিদ্র কখনো বন্ধ করতে পারে না। যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, গুম-খুনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে, তারা শেষ পর্যন্ত পালিয়েই যায়।’
জামায়াত আমির বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, তারা তাদের কর্মীদের কোনো বার্তা না দিয়েই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে দেশত্যাগ করে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ধ্বংস করেছে। তারা জুলুমের সীমা অতিক্রম করেছিল। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং থাকব।’
ডা. শফিক বলেন, ‘দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যারা কলমের খোঁচায় রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর অবস্থান নিতে হবে। গরুচোরের চেয়ে রাষ্ট্রীয় চোর ভয়ানক।’
তিনি উল্লেখ করেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারবে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন করা হবে।’
এদিকে, চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, ‘মানবিক করিডর, বন্দর- এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী হলে, আমরা তার ঘোর বিরোধিতা করব। যদি করিডর বাস্তবায়নের প্রয়োজন হয়, তাহলে তা নির্বাচিত সরকারের অধীনে, জাতীয় সংসদে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘যুবকদের হাত ধরেই বিশ্বে সব কল্যাণকর পরিবর্তন এসেছে। আমাদের দেশে ইসলামী আন্দোলনের ঘাঁটি প্রতিটি ঘরে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্রাম জান্নাতুল ফেরদাউসেই হবে।’
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াত আমির মো. ফখরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের মনোনীত এমপি প্রার্থী (মৌলভীবাজার-১), হাফেজ মাওলানা তাজুল ইসলাম, আব্দুর রব, আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :