অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রোববার (২৫ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রথম দফার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘আমরা মনে করি, ৫ ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া যেতে পারে বলেও প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রশাসন তার নিয়ন্ত্রণে এলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করতে চেয়েছিলেন- জানতে চাইলে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তিনি শঙ্কায় ছিলেন। আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা ও বিশেষ করে বিএনপির সঙ্গে দূরত্ব কমানোর কথা। সেই সঙ্গে সংস্কার ও নির্বাচনের কথা বলে এসেছি।’
মজিবুর রহমান বলেন, ‘শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোঁ বজায় রাখতে একটি টিম গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সেটি না করায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব হয়েছে, সেনাবাহিনীর সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আমরা সেই লিয়াজোঁ টিমটি বানানোর পরামর্শ দিয়েছি।’
অন্যদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘সংস্কারে বেশি সময়ক্ষেপণ করলে সেটা সরকারের জন্য উল্টো হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।’
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একটি সংক্ষিপ্ত সংলাপে মিলিত হয়েছি। সেই বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, পরিস্থিতির দিকে ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে ও বাইরে নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেখান থেকে যদি দেশকে রক্ষা করতে না পারি, তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’
সেলিম বলেন, ‘এরশাদের পতনের পর আমরা যেভাবে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা আচরণবিধি তৈরি করেছিলাম, সে রকম সমস্ত রাজনৈতিক দল একটা আচরণবিধি তৈরি করে জনগণের কাছে দিতে পারে। সংস্কার অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
সিপিবির এই নেতা বলেন, ‘জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারব না।’
তিনি বলেন, ‘জনগণ অংশগ্রহণের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যে সংস্কার দরকার, সেগুলো করে দিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণের সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাই তাহলে এটাই হবে সার্থক।’
এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তিনটি রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং নির্বাচন ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবে না।’
তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন যত বিলম্ব হবে, স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন