অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা বলেছেন, ‘‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে”। আপনি যদি ডেট (তারিখ) দিতে না পারেন, আরেকটু অপেক্ষা করেন, আমরাই (বিএনপি) ডেট দিয়ে দেব।’
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলেননি, যখন চূড়ান্ত কথাটা বলবেন, বাংলাদেশ স্থবির হয়ে যাবে, তখন বুঝতে পারবেন।’
দুদু বলেন, ‘আপনাদের যারা কর্মচারী, পুলিশ-প্রশাসন; তারা দেশের মানুষের অর্থে চলে। আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন, তাহলে আমরা কী করব। আমাদের একটা ডেট তো দরকার, দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হইছে। একটা দিন বলতে হবে না? দিন না বললে আমরা কাউকে দাওয়াত দিতে পারব না?’
বিএনপির এই নেতা বলেন, ‘দিন বলবেন না, দাওয়াত দিয়ে কী হবে। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন, তখন সারা দেশ স্থবির হয়ে যাবে। সেদিন বুঝবেন।’
নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলের সমালোচনা করে দুদু বলেন, ‘কেউ কেউ বিএনপির সমালোচনা করে- ‘ট্রাক সরাতে পারেননি’, তারা তো বলেন না, গত ১৭ বছরে বিএনপির পৌনে ৫ হাজার নেতা-কর্মী শহীদ হয়েছেন, গুম বা নিখোঁজ হয়েছেন। বিএনপি যদি ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে না থাকত, তাহলে এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। তাদের ছোট করা যাবে না।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “সবার আগে বাংলাদেশ” উচ্চারণ করেছেন। আর ড. ইউনূস সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে টাকা দেব না ছয় মাসের; সবার আগে বিদেশে লোক পাঠাব, লাইসেন্স নেব বলছেন। তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি, ব্যবসার কাজে গেছেন।’
নির্বাচনে ভোট প্রসঙ্গে দুদু বলেন, ‘জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাঁদের স্ত্রীরা ভোট দিলে তা ধানের শীষে যাবে। তাই নারীসহ মানুষের অধিকার আদায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য হত্যা, রাজশাহী ও চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলা ‘গুপ্তসংগঠন’ চালিয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করুন।’

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন