ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

নাহিদের আমলে গণমাধ্যমের কোনো সংস্কার পরিলক্ষিত হয়নি : রাশেদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০২:১১ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আমলে গণমাধ্যমের কোনো সংস্কার পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, ‘গণমাধ্যমে ভুয়া খবর, গণমাধ্যমে ফ্যাসিস্টের বয়ান প্রচার করছে ইত্যাদি বলে চিল্লাচ্ছেন যারা, তারা কি ভুলে গেছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কারা পালন করছে? নাহিদ ইসলামের আমলেও গণমাধ্যমের কোন সংস্কার পরিলক্ষিত হয়নি, মাস্টারমাইন্ড মাহফুজ আলমের আমলেও কোন পরিবর্তন দৃশ্যমান নয়।’ 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘বিপ্লবীদের মন্ত্রণালয়ে যদি কোনো সংস্কার না হয়, অবিপ্লবী উপদেষ্টাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট জায়গাগুলো কীভাবে সংস্কার হবে? গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার   বাস্তবায়ন যদি ১০ মাসে হতো, তবে কারোই সমালোচনা-আলোচনার প্রয়োজন ছিল না।’ 

তিনি বলেন, ‘যে জিনিসটা শুরুতে হয় না, সময় গড়ালে তা করা কঠিন থেকে কঠিন হয়ে যায়। দেখেন, যে সরকার ১০ মাসে শেখ পরিবারের ১ জনকে ধরেনি, সে গণহত্যার সঠিক বিচার করবে, এটা ভাবতেই কষ্ট হয়! শেখ পরিবারের নেতৃত্বেই এ দেশে সমস্ত অপরাধ হয়েছে, তাদের না ধরে কোনো বিচার ও সংস্কার হতে পারে না।’