ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন বেশ কয়েকটি দল অংশ নিবে। এর মধ্যে সাধারণ জনগণ থেকে শুরু করে সবার নজরে এসেছে জুলাই বিপ্লবের পর গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কোন আসন থেকে নির্বাচনে অংশ নিবেন তা নিয়ে চলছে আলোচনা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন।
এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে তরুণ ছাত্রনেতা নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদও ছেড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
জাতীয় সংসদ নির্বাচনে নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা-৯ (সবুজবাগ-মতিঝিল) ও ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা)।
আপনার মতামত লিখুন :