ছাত্রদলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। তবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও স্ট্যাটাসে তিনি সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিএনপি ও এনসিপির (ন্যাশনাল কনসার্ন পার্টি) ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।
স্ট্যাটাসে লিসান লেখেন, ‘আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’
তিনি জানান, পারিবারিক রাজনৈতিক পটভূমি থেকে শুরু করে ছাত্রদলের সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা ছিল।
বিএনপির দুঃসময়ে পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৮ সালে নির্বাচনের সময় বাবা কারাবন্দি থাকাকালে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। ২৮ অক্টোবরের পর আন্দোলনে সক্রিয় ছিলাম। এই দলের সবচেয়ে কঠিন সময়েও রাজপথে ছিলাম।’
লিসান তার স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গভীর হতাশা প্রকাশ করে বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি ভেবেছিলেন নতুন করে দেশ গঠনের সূচনা হবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো।
তিনি বলেন, ‘সবার ভোগের রাজনীতি দেখেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে গেছে। বিএনপি, জামায়াত, এনসিপি- সবাই দায়ী। সবাই গাদ্দারী করেছে শহীদদের রক্তের সঙ্গে।’
তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর নিজের উপজেলা হাতিয়ায় এনসিপি ও বিএনপি কর্তৃক ব্যাপক চাঁদাবাজি হয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে। বিএনপি এবং এনসিপির অনেক নেতা রাতারাতি শতকোটি টাকার মালিক হয়ে গেছেন বলেও অভিযোগ তোলেন তিনি।
লিসান লিখেছেন, ‘এনসিপির হান্নান মাসুদও আওয়ামী লীগের পুনর্বাসন করে রাতারাতি ধনী হয়েছেন। অথচ উনি চাইলে রাজনীতির চিত্রটাই বদলে দিতে পারতেন।’
তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, কোনো দলই এই ‘ভোগ ও সুবিধার রাজনীতি’ থেকে মুক্ত নয়। এমনকি জামায়াতও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক পদায়নের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছে বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগের ঘোষণাপত্রে লিসান আরও লেখেন, ‘আমরা যারা প্রকৃত সুষ্ঠু ও গঠনতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, আমরা ব্যর্থ হয়েছি। যদি ভুল করে কারো ক্ষতি করে থাকি, ক্ষমাপ্রার্থী। তবে যেদিন প্রকৃতি আবার ডাক দেবে-সেদিন আমি রাজপথে ফিরে আসব, প্রথম বুলেটের শিকার হতে রাজি আছি।’
পোস্টের শেষাংশে তিনি দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের মাটির ঊর্ধ্বে আমার কাছে কিছুই মূল্যবান নয়। বাংলাদেশ জিন্দাবাদ।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন