আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’-এর সমাবেশ। এ সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী জোট নারী সংগঠক ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পাঁচটি পৃথক কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে নারীদের ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা, প্রচার, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
‘নারীদের অবদান’ শীর্ষক এ উদ্যোগের আওতায় গঠিত হয়েছে—ব্যবস্থাপনা কমিটি, অভ্যর্থনা কমিটি, প্রচার ও মিডিয়া কমিটি, শৃঙ্খলা কমিটি এবং যোগাযোগ কমিটি। প্রতিটি কমিটিতে দেশজুড়ে সক্রিয় নারীনেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যবস্থাপনা কমিটি
সমাবেশের সার্বিক পরিকল্পনা ও কার্যক্রম তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত এ কমিটিতে রয়েছেন- আফরোজা খানম রিতা, ফাহিমা নাসরিন মুন্নি, অর্পনা রায় দাস, জাহানারা বেগম, ইয়াসমিন আরা হক, শাহানা আক্তার সানু, জাহান পান্না, রহিমা সিকদার, লায়লা বেগম ও অ্যাডভোকেট আরিফা জেসমিন।
অভ্যর্থনা কমিটি
সমাবেশে আগত নেতাকর্মী ও অতিথিদের স্বাগত জানাতে নিয়োজিত এই কমিটিতে রয়েছেন- শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আয়েশা সিদ্দিকা মনি, ফরিদা ইয়াসমিন, রুখসানা খানম মিতু, সাবেরা আলাউদ্দীন, শামিমা আক্তার রুবি, সেলিনা হাফিজ, মনিরা মোশারফ ও লিটা বসির।
প্রচার ও মিডিয়া কমিটি
সমাবেশের প্রচার ও গণমাধ্যম সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত এই কমিটিতে রয়েছেন- আফরোজা আব্বাস, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, জিবা আমিনা খান, নাজমুন নাহার বেবী, মাহমুদা হাবিবা, কাজি নাজিয়া হক রুনা, মর্জিনা আফসার, খন্দকার ফারহানা আতিকা ও ইসরাত জাহান পান্না।
শৃঙ্খলা কমিটি
সমাবেশস্থলে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এই বড় পরিসরের কমিটিতে রয়েছেন ২৪ জন নেত্রী, যাদের মধ্যে উল্লেখযোগ্য- সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম, পেয়ারা মোস্তফা, রুমা আক্তার, নায়াব ইউসুফ, সাহিনুর নার্গিস, রুনা লায়লা, জেছমিন জাহান, মিনা, রাবেয়া আলম, রোকেয়া সুলতানা তামান্না, তাহামিা আফরিন নিতা, বুলবুল নাহার ও সাবিনা আক্তার রিতা।
যোগাযোগ কমিটি
বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে গঠিত এই কমিটিতে রয়েছেন- হেলেন জেরিন খান, নুরজাহান মাহাবুব, নার্গিস আলী, এলিজা জামান, সুলতানা রাজিয়া শাওন, মমতাজ আলো, সামিমা আক্তার রুবী, মুকুল আক্তার ডনা, শাহাজাদী পাপড়ী, মমতাজ বেগম লিপি, শারমিন এলিজা মুন্নি ও শাহিদা মির্জা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।