ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গ্লোবাল সুপার লিগের অভিষেকেই সাকিবের ফিফটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৯:৪৭ পিএম
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অসাধারণ অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৫ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস।

জিএসএলের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দুবাইয়ের।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুর হয় রাত ৮টায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।

এ ম্যাচ দিয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক হয় বাংলাদেশি তারকা ত্রিকেটার ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

পাওয়ার প্লেতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে দুবাই ক্যাপিটালস। দলীয় ৫৮ রানে যখন দুবাইয়ের তিন উইকেটের পতন হয় তখনই ব্যাট হাতে মাঠে নামেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুরু থেকে এ দিন বেশ মারকুটে স্বভাবে ব্যাট চালান সাকিব। তার মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৩৪ বলে ৬ চার ১ ছক্কায় অর্ধশত পূর্ণ করেন সাকিব।

অভিষেক ম্যাচে একের পর এক চার-ছক্কায় মাত্র ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন সাবেক টাইগার কাপ্তান।

সাকিবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান।

এদিকে টসের আগে অনেক জল্পনাকল্পনা ছিল সাকিবের একাদশে জায়গা নিয়ে, তবে টসের পর সব জল্পনাকে পাশ কাটিয়ে একাদশে জায়গা পান টাইগার পোস্টার বয়।

এর আগে সাকিবকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

যদিও ফাইনালে একাদশে জায়গা পাননি, তার দল লাহোরই চ্যাম্পিয়ন হয়েছিল।