এফসি বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামালের ১৮তম জন্মদিন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। প্রাপ্তবয়স্ক জীবনে পা রাখার আনন্দঘন মুহূর্তটি এখন তার জন্য আইনি ও সামাজিক সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইয়ামাল তার জন্মদিনের অনুষ্ঠানে বিনোদনের অংশ হিসেবে বামনতা-আক্রান্ত ব্যক্তিদের পারিশ্রমিকের ভিত্তিতে আমন্ত্রণ জানান।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ক্লিপ মুহূর্তেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এই আয়োজনকে ‘মানবিক মর্যাদাহানিকর’ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বস্তু হিসেবে প্রদর্শনের চেষ্টা বলে আখ্যায়িত করেছেন।
স্পেনের সমাজ অধিকার মন্ত্রণালয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রের প্রসিকিউশন বিভাগ, মানবাধিকার বিষয়ক ওমবাডসম্যান এবং হেইট ক্রাইমস অফিসে আনুষ্ঠানিকভাবে তদন্ত চেয়ে আবেদন করেছে।
অভিযোগ প্রমাণিত হলে ইয়ামালের বিরুদ্ধে ৬ লাখ থেকে ১০ লাখ ইউরো পর্যন্ত জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্পেনের প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি অন্তর্ভুক্তির উদাহরণ নয়, এটি অপমান ও পণ্যায়নের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
এদিকে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত ইয়ামাল কিংবা বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিষয়টি জনমনে আরও অসন্তোষ সৃষ্টি করেছে।
স্পেনের প্রতিবন্ধী অধিকার বিভাগের মহাপরিচালক বলেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পার্টিতে প্রতিবন্ধী মানুষদের ভাড়া করে প্রদর্শন করানো যেন আমাদের অতীতের কুৎসিত সময়েরই পুনরাবৃত্তি।