রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আজকের সমাবেশে আমার হঠাৎ অসুস্থতার কারণে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।’
তিনি আরও লেখেন, ‘অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’
হাসপাতালে থাকাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ অন্যান্য দলের সিনিয়র নেতারা সরাসরি দেখা করে খোঁজ নিয়েছেন বলে জানান তিনি।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘দেশ-বিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশিদের বাইরেও অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টাসহ অনেকেই যোগাযোগ করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন তাদের এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান দেন।’
তাঁর কথায়, ‘রাব্বুল আলামিন তার এই গোলামকে বাকি জিন্দেগি মানবতার জন্য কাজ করার তাওফিক দিন। আমিন।’
আপনার মতামত লিখুন :