গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গণগ্রেপ্তারের অভিযোগ এনেছেন।
রোববার (২০ জুলাই) কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘গত বুধবার উপজেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোটালীপাড়া-পয়সারহাট সড়ক অবরোধ করে ওয়াবদার হাটে বিক্ষোভ ও সমাবেশ করেন। তারা গাছ কেটে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়।’
তিনি আরও বলেন, ‘ওই ঘটনার পর কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলার পর থেকে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করে গ্রেপ্তার করছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, ‘আমাদের যতটুকু জানা, মামলায় যাদের নাম রয়েছে, তাদের অধিকাংশই রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কাদের প্ররোচনায় নিরীহ মানুষদের আসামি করা হলো?’
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার অভিযোগ করে বলেন, ‘বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কাউকে তাৎক্ষণিকভাবে আটক করেনি। এখন যাদের ফুটেজে দেখা যায় না, তারাও গ্রেপ্তার হচ্ছেন। ফুটেজ দেখে আসামি শনাক্ত করার বদলে পুলিশ নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। যদি নিরীহ মানুষদের হয়রানি বন্ধ না হয়, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’
অভিযোগের বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা কোনো গণগ্রেপ্তার করছি না। যারা ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, কেবল তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এটি গণগ্রেপ্তারের ঘটনা নয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ প্রমুখ।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন