জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে এবং এই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। ৫ আগস্টের মধ্যে সনদ ও ঘোষণাপত্র প্রকাশের দাবি থেকে তাদের দল সরে আসবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুর শহরের রাজবাড়ী রোডে দলের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করে ঐকমত্যে পৌঁছাতে হবে। কোনোরকম প্রতারণার সুযোগ আর দেওয়া হবে না। এবারের সনদ ও ঘোষণা বাধ্যতামূলক এবং আইনি ভিত্তিসম্পন্ন দেখতে চায় এনসিপি।’
নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় ‘তিন জোটের রূপরেখা’র উদাহরণ টেনে তিনি বলেন, তৎকালীন সময়ের মতোই এবারও চাই একটি কার্যকর রূপরেখা ও আইনানুগ ঘোষণা।
এদিকে, গাজীপুরের মাওনায় শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু গোপালগঞ্জেও যাদের থামানো যায়নি, তাদের গাজীপুরেও ঠেকানো যাবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ১৯ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই শহীদরাই লড়াইয়ের মূল প্রেরণা।
তিনি আরও বলেন, গাজীপুরবাসী, বিশেষ করে মাওনাবাসী যে সাহসিকতার সঙ্গে আন্দোলনরত ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মাওনা ছিল অভ্যুত্থানের রণক্ষেত্র। এখানেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল।
মঙ্গলবারের পথসভা ঘিরে গাজীপুর শহরে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। রাজবাড়ী রোডে যান চলাচল বন্ধ রাখা হয়, পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইল থেকে পদযাত্রা শেষে কালিয়াকৈর ও শ্রীপুর হয়ে গাজীপুর শহরের রাজবাড়ীতে আসেন।
সোনার বাংলার স্বপ্নের বিপরীতে যারা মুজিববাদের দুঃস্বপ্ন চাপিয়ে দিতে চায় তাদের প্রতিহত করাই এখন এনসিপির রাজনৈতিক অঙ্গীকার বলেই জানান নাহিদ ইসলাম।
আপনার মতামত লিখুন :