ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১০:৫৪ এএম
রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে আসতে শুরু করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

রোববার (০৩ আগস্ট) শাহবাগ মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ আয়োজন করেছে ছাত্রদল।

দুপুর ১২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে সমাবেশের জন্য জনভোগান্তির কারণে নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশসহ করেছে ছাত্রদল।

এমনকি সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড না নিয়ে আসার জন্যও নির্দেশ দিয়েছে সংগঠনটি।

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সমাবেশ থেকে ছাত্র-নেতাকর্মীদের কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়া হবে। যা তাদের বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন বিভিন্ন দিকনির্দেশনা। এর মধ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে থাকবে বার্তা।

এ ছাড়া দেশের শিক্ষা খাতের মেরুদণ্ড যাতে ভেঙে না যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং ছাত্রসমাজ যাতে ভুল পথে না যায় সে বিষয়েও গঠনমূলক দিকনির্দেশন দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।