ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

নেতাকর্মীদের জন্য বড় পর্দা-প্রজেক্টর বসাচ্ছে ছাত্রদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:০৫ পিএম
ছাত্রদলের সমাবেশস্থলে চলছে বড় পর্দা ও সাউন্ড সিস্টেমের শেষ মুহূর্তের টেকনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার (৩ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন সারা দেশের জেলা ও মহানগর ইউনিট থেকে আগত  নেতাকর্মীরা। উপস্থিত সবাই যেন কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে ও দেখতে পারেন সে লক্ষ্যেই সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে একাধিক প্রজেক্টর ও বড় পর্দা।

রোববার (৩ আগস্ট) সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে বড় পর্দা ও সাউন্ড সিস্টেমের শেষ মুহূর্তের টেকনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আউয়াল বলেন, জেলা ও মহানগর থেকে আগত প্রতিটি নেতাকর্মীর ইচ্ছা থাকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য নিজ চোখে দেখা ও শোনার। তবে জনসমাগম বেশি হওয়ায় সবার পক্ষে মঞ্চের সামনে আসা সম্ভব নয়। এ জন্য বিভিন্ন প্রজেক্টর ও বড় পর্দা বসানো হয়েছে, যেন সবাই বক্তব্য দেখতে ও শুনতে পারেন।

ছাত্রদলের এই প্রযুক্তিগত উদ্যোগকে নেতাকর্মীরা ইতিবাচকভাবে নিয়েছেন। তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু সংগঠনের প্রতি দায়বদ্ধতা নয়, বরং নেতৃত্ব ও কর্মীর মধ্যে একটি দৃশ্যমান সংযোগ গড়ে তোলে।

সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন বিভিন্ন দিকনির্দেশনা। এর মধ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে থাকবে বার্তা।

 

এ ছাড়া দেশের শিক্ষা খাতের মেরুদণ্ড যাতে ভেঙে না যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং ছাত্রসমাজ যাতে ভুল পথে না যায় সে বিষয়েও গঠনমূলক দিকনির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।