নিজেদের ব্যর্থতা ঢাকতেই এক-এগারোর ‘বাঘ’ আসছে এমন বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (৪ আগস্ট) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
নুর লেখেন, ‘নিজেদের ব্যর্থতা আর ভাঁওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে বলা হচ্ছে ‘বাঘ আসছে, বাঘ আইছে’... এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে, সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকেও অনেককে পাশে পাবেন না। সময় বড়ই নিষ্ঠুর!’
এর আগে ‘আবারও এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে।’ পরে পোস্টে সম্পদনা করে ‘জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’ এই কথা যুক্ত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন