জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের পূর্বঘোষিত সময়সূচির বিরোধিতা করছে না, তবে নির্বাচনের আগে ‘গণহত্যাকারীদের বিচার ও কাঠামোগত সংস্কার’ দৃশ্যমান করার দাবি জানিয়েছে দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। এতে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানায় দলটি।
আখতার হোসেন বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, সরকারের এ উদ্যোগে আমাদের আপত্তি নেই। তবে জুলাই মাসে ঘটে যাওয়া রাষ্ট্রীয় সহিংসতা ও গণহত্যার বিচার এবং প্রশাসনিক সংস্কার যদি নির্বাচনের আগে দৃশ্যমান না হয়, তবে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত না করে নির্বাচনের কথা বললে তা হবে একতরফা প্রতিযোগিতা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে জনগণের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিরোধী মতের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে। এটি শুধু অবহেলা নয়, এটি ইতিহাস বিকৃতির শামিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সালমান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও যুগ্ম সচিব কামরুজ্জামান শাওন।
আপনার মতামত লিখুন :