বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হাতে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে গত আড়াই মাসে অন্তত ২৬ নেতা পদত্যাগ করেছেন। দলের কর্মকাণ্ডে হতাশা, অনিয়ম, না জানিয়ে পদায়ন এবং অন্য দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এই পদত্যাগের পেছনের মূল কারণ হিসেবে দেখা দিয়েছে।
১০ আগস্ট: ফরিদপুর সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, দলের কার্যক্রম ও অবস্থান জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থি এবং তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
৯ আগস্ট: শিবচর উপজেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন, কাজী রফিক পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন, শিবচর থানায় দায়িত্ব অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে।
৮ আগস্ট: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগ করেন। তিনি বলেন, কমিটি গঠনের প্রক্রিয়া এক ব্যক্তির একক সিদ্ধান্তে হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
১ আগস্ট: শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য মো. পলাশ খান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।
১৮ জুলাই: ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন পদত্যাগ করেন। ইসমাইল হোসাইন জানান, পূর্বে কমিটিতে রাখার বিষয়ে অবগত করা হয়নি এবং অংশগ্রহণও করেননি।
১২-১৪ জুলাই: সিলেটের বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলার কমিটির কয়েকজন নেতা যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, নাদিম মাহমুদ এবং সদস্য মো. শাহেদ আহম্মেদ, ফাহিম আহমদ পদত্যাগ করেছেন।
২০ জুলাই: একই দুই উপজেলার আরও চার নেতা পদত্যাগ করেন। তারা হলেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তারিকুল ইসলাম, কিবরিয়া আহমদ, কামরুল হাসান।
২৯ জুন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন পদত্যাগ করেন।
২৫ জুন: রংপুরের পীরগঞ্জ উপজেলা কমিটি থেকে তৌফিক হাসান, মোক্তাদি কেমি, জাহাঙ্গীর আলম জাকির পদত্যাগ করেন।
১৯ জুন: রাজশাহীর বাগমারা উপজেলা কমিটি থেকে হাফিজুর রহমান এবং তার আগের দিন রাতের পদত্যাগে হাদিউজ্জামান (রাফি), ফুয়াদ হাসান, রাফিউল ইসলাম পদত্যাগ করেন।
নেতারা প্রধানত অভিযোগ করেছেনদলীয় কর্মকাণ্ডে অনিয়ম, পদায়নের ক্ষেত্রে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার অভাব, আদর্শিক ও নৈতিক অসঙ্গতি, এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ত্রুটি। এতে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন