দেশের নাট্য অঙ্গনের উজ্জ্বল মুখ নাজনীন নাহার নীহা সচরাচর সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ান না, মন্তব্যও কমই করেন। কিন্তু এবার যেন মন খারাপের সুর ছুঁয়ে গেল তার হৃদয়ে। সিলেটের সাদাপাথর এলাকায় পাথর চুরির ঘটনা নিয়ে যখন চারপাশে আলোচনা-সমালোচনা, তখন পুরোনো দিনের এক টুকরো স্মৃতি নিয়ে নীরবে আক্ষেপ প্রকাশ করলেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিগুলো যেন হারিয়ে যাওয়া সময়ের এক চিত্রপট। আকুয়া নীল শাড়ি, খোলা চুল, হালকা মেকআপ, কপালে ছোট্ট কালো টিপ আর হাতে সাদা চুড়ি -সব মিলিয়ে সেদিনের সাজে ছিল নির্মল, স্নিগ্ধ সৌন্দর্যের ছোঁয়া।

ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সেই দিনগুলো আর নেই, সাদাপাথরের মতো হারিয়ে গেছে সময়টাও।’ তার কথার ভেতর লুকিয়ে ছিল একরাশ বিষণ্ণতা, যেন নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখছেন কোনো প্রিয় স্মৃতির টুকরো।
এর মাঝেই কাজের ব্যস্ততায় ভরা নীহার দিন। চলতি ঈদুল আজহায় ‘আশিকী’সহ একাধিক নাটকে তাকে দেখা গেছে দর্শক মাতাতে। গতকালই ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন নাটক ‘উইশ কার্ড’, জাকারিয়া সৌখিনের পরিচালনায়, যেখানে তার সহশিল্পী ইয়াশ রোহান।

‘জাকারিয়া ভাইয়ার সঙ্গে এটা আমার চতুর্থ কাজ। মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক পছন্দ করেছিল, আশা করি এবারও মন জয় করবে’ -একটি গণমাধ্যমকে এমনটাই জানান নীহা।
তবে পর্দার সেই উজ্জ্বল হাসির আড়ালেও, সাদাপাথরের হারিয়ে যাওয়া রূপ নিয়ে নীহার হৃদয়ে রয়ে গেল গভীর এক হাহাকার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন