কমরেড জাহিদ হোসেন খান বলেছেন, সংষ্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প লালন বাংলাদেশের সংগ্রামী জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংষ্কারের নামে কালক্ষেপণ করছে। আমাদের দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
কমরেড জাহিদ হোসেন খান আরও জানান, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ-বৈষম্যের অবসানের জন্য অভ্যুত্থান করেছিল। প্রয়োজনে তারা আবার গণঅভ্যুত্থান করবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানার ২০তম সম্মেলন ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
ত্রিদিব সাহা বলেন, দেশের সাধারণ মানুষ ভোট, ভাত ও কাজের অধিকারের জন্য লড়াই করেছে। কমিউনিস্ট পার্টি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে সব সময় তাদের পাশে থেকেছে। তিনি অভিযোগ করেন, বিগত কর্তৃত্ববাদী সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে। বর্তমান সরকারও নির্বাচন নিয়ে নানা তালবাহানা করছে। এটি জনগণ মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, আমাদের মূল শত্রু সাম্রাজ্যবাদ, তাদের লুটেরা সহযোগী এবং দেশি-বিদেশি সম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। মার্কিনিরা মৌলবাদী অপশক্তিকে কাজে লাগিয়ে দেশে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং সম্পদ লুন্ঠন করে। আমাদের দেশের বন্দর তারা নিতে চায়। করিডোরের নামে তারা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এ অবস্থা কমিউনিস্টরা মেনে নেবে না।
অন্যরা বলেন, দেশের সংকট আজ চারিদিকে। গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট চলছে। সন্ত্রাস আজ সর্বগ্রাসী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে রোধ করবে তা কেউ জানে না। বারবার সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে কোনো সময়ের চেয়ে এখন শোষণ আরও বেশি। লুটেরা ধনীকশ্রেণি অবাধে দেশের মানুষের কষ্টার্জিত আয় ও সম্পদ লুটে নিচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ রূপে প্রবেশ করেছে। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। কমিউনিস্ট পার্টি মানুষের মুক্তি চায় এবং সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চায়।
থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য জাহিদ হোসেন খান, ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দীপায়ন হোসেন, দীপক শীল, সাগর হোসেন সবুজ।
এর আগে সাংগঠনিক অধিবেশনে বিকাশ সাহা-কে সভাপতি, কমরেড গোলাম রাব্বী খান-কে সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেন-কে সহকারী সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ১১ সদস্যের থানা কমিটি গঠন করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন