রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে দলটি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা।’
শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘নুর ভাই আমাদের সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহযোগী। তার ওপর হামলার জবাব সবাইকে ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।’
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। তাই জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্স দরকার।’
শুক্রবার রাত ৯টা ৫৬ মিনিটে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, ‘নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটাই। জাতীয় পার্টিকে ঘিরেই বার্তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ যেমন অপরাধী, তাদের দোসর জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। দু’দলের পরিণতিও একই হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন