ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নুরের ওপর হামলার নিন্দা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৫:১৩ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সর্বদা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা দুঃখজনক ও নিন্দনীয়।’

মির্জা ফখরুল নুরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।