জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৯ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অমানবিক ঘটনা ঘটে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কিংবা আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় সরকারবিরোধী আন্দোলন দমন বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এই কৌশল ব্যবহার করে থাকে।
শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজীরবিহীন গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রতিবেদন প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, আজ পর্যন্ত একটি গুমের ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি। তবে আশার বিষয় হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
তারেক রহমান বলেন, এই হারিয়ে যাওয়া মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত হলেও বাংলাদেশে মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, আইসিসি’র রোম সনদের ৭(২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবার তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পায় না এবং ন্যায়বিচার থেকেও বঞ্চিত হয়।
আন্তর্জাতিক দিবসে গুম হওয়া মানুষদের স্মরণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি বা বর্ণ নির্বিশেষে এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহিতার জন্য বিশ্বব্যাপী ঐক্য ও সংহতি জরুরি।
বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক কনভেশন অনুযায়ী আইন প্রণয়ন করব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করা হবে। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251030233957.webp) 
        
        
        
       -20251030225605.webp) 
        
        
       -30-10-25-20251030222222.webp) 
        
        
        
        
        
       -20251030213733.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন