ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

হুঁশ ফিরেছে নুরের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৩০ এএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি -সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে। 

শনিবার (৩০ আগস্ট) সকালে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

এতে আরও বলা হয়েছে, এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।