ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তিনি অলরাউন্ডারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে এক লাফে ১২৪ থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে। তার রেটিং পয়েন্ট এখন ১৫১।
রিশাদের নজরকাড়া পারফরম্যান্সের ছাপ পড়েছে বোলারদের র্যাঙ্কিংয়েও। সেখানে তিনি ৬৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৮ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৪৩০।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারানোর দিনে রিশাদ ব্যাট হাতে মাত্র ১৩ বলে ২৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। এরপর বল হাতে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে তুলে নেন ৬টি উইকেট। দল জিতিয়ে নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়।
দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় বাংলাদেশ ১ রানে হারলেও রিশাদ ছিলেন উজ্জ্বল। মাত্র ১৪ বলে ৩৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে নেন ৩টি উইকেট। তার এমন পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত জয় পায়নি স্বাগতিকরা।