ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আইএসপিআরের বক্তব্য প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৩:৩২ পিএম
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান করছে গণঅধিকার পরিষদ। ছবি- সংগৃহীত

রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে দলটির সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যা দিতে নারাজ সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে, সেটি গণঅধিকার পরিষদ প্রত্যাখ্যান করছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করেন, নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে হামলা চালায়। এতে অনেকেই রক্তাক্ত হন। তিনি বলেন, আমরা আমাদের অফিসে অবস্থান করছিলাম। আতঙ্কে অনেকে বাথরুমে আশ্রয় নিলে সেটির দরজা ভেঙে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

তিনি আরও বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানানো হয়েছে। রাশেদ খানের অভিযোগ, বাংলাদেশে চিকিৎসার সময় নিরাপত্তা ঝুঁকির শঙ্কা রয়েছে। আমরা চাই তাকে দ্রুত সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে নেওয়া হোক।

সংবাদ সম্মেলনে তিনি সেনাপ্রধানের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন। তার ভাষ্য, আমরা সেনাপ্রধানকে আহ্বান জানিয়েছি দোষীদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নিতে। কিন্তু তিনি এখনো অবস্থান স্পষ্ট করেননি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেন, সেনা সদস্যরা ইচ্ছাকৃতভাবে নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি টার্গেট ক্লিনের মতো একটি ঘটনা হতে পারে। তাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলাকে ‘মব’ আখ্যা দেওয়া বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাশেদ খানের বক্তব্য, যদি ‘মব’ হয়ে থাকে, তবে সেটি সৃষ্টি করেছে সেনাবাহিনীর কিছু সদস্য।