ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করলেন ব্যারিস্টার ফুয়াদ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:১৩ পিএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- সংগৃহীত

আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকার ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। মাথায় রাখবেন নুরু শুরু, নুরু দিয়ে শেষ হবে না।’

ফুয়াদ অভিযোগ করেন, যৌথবাহিনী ও পুলিশ নুরকে নির্মমভাবে পিটিয়েছে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে এবং শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।

এবি পার্টির এই নেতা বলেন, ‘এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যারা কমান্ড দিয়েছে সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেলদের কাউকেই সাসপেন্ড করা হয়নি।’

তিনি দাবি করেন, নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা নয়, বরং বৃহৎ ষড়যন্ত্রের অংশ। তার অভিযোগ, এ ঘটনার পেছনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে।

জাতীয় পার্টির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তিনি বলেন, ‘গত কয়েক দশক ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। তাদের ভারতকেন্দ্রিক অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের স্বার্থবিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণেরও অধিকার থাকা উচিত নয়।’