ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: জাহিদুল ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১৮ এএম
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা জানান তিনি।

বার্তায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম লিখেন, ‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা কর‍তে প্রস্তুত। হাসবুনাল্লাহ।’

এর  আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশে কোথাও মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।

তিনি আরও বলেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।