জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা জানান তিনি।
বার্তায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম লিখেন, জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীরগতির মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নিবে না।
তিনি লিখেন, আমাদের স্পষ্ট বক্তব্য- দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবেন না।
শিবির সভাপতি লিখেন, জাবির শিক্ষার্থীরা ৩৬ জুলাইয়ের মত করে তাদের অধিকার আদায় করে নিবে ইনশাআল্লাহ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন