বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা ভোগ করছেন তিনি। তবে এটি কোভিড নয়, এবং এ বিষয়কে ঘিরে তিনি সতর্কতা অবলম্বন করছেন।
চলতি মাসের ২০ তারিখে তারেক রহমান ওমরাহ পালনের জন্য সপরিবারে লন্ডন ত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। ভিসা ও টিকেটসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এই যাত্রা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) তাকে এক সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। শনিবার (১১ অক্টোবর) লন্ডনের বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে দেশে ফেরার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও এখন দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে পুরো তিন মাস নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে চান তিনি। দেশে ফেরার পথে ওমরাহ সম্পন্ন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন