শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:২৫ পিএম

পদত্যাগের খবর গুজব, এনসিপির সঙ্গেই আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:২৫ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। এনসিপির সঙ্গেই আছি, সরকার গঠনের সময়ও থাকব। দলকে আরও শক্তিশালী করাই এখন আমার একমাত্র লক্ষ্য।’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘পদত্যাগের মতো কোনো বিষয়ই ঘটেনি। হঠাৎ করে কে বা কারা গুজব ছড়াচ্ছে, তা খুব সহজেই বোঝা যায়। আসলে কিছু মহল ইচ্ছাকৃতভাবে এনসিপির জনপ্রিয়তা ও ঐক্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, অনুসন্ধানী সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি এখন গুজব ও অপপ্রচারকে পেশা বানিয়ে ফেলেছেন। অথচ প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতার কাজ হলো, দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, আইন প্রয়োগকারী সংস্থার অনিয়ম ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বিশ্লেষণ করা। সেই জায়গায় না গিয়ে যারা মিথ্যা খবর ছড়াচ্ছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন এবং পেশাদার সাংবাদিকতার ক্ষতি করছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাতারাতি গুজব ছড়িয়ে দেওয়া এখন একধরনের সংগঠিত অপসাংবাদিকতায় পরিণত হয়েছে। ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রিত কিছু গণমাধ্যম এই অপপ্রচারে মদদ দিচ্ছে। কিন্তু আশার কথা হলো, এমন পরিস্থিতিতেও অনেক সাংবাদিক আছেন যারা সত্যিকারের অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান, জনগণের পক্ষে দাঁড়াতে চান। আমরা তাদের পাশে আছি, এবং চাই, বাংলাদেশে সত্য ও সুস্থ ধারার সাংবাদিকতা টিকে থাকুক।’

এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে কাজ করছি। আমাদের দলের প্রতিটি কর্মী, নেতা এবং সমর্থক এখন পরিবর্তনের যাত্রায় ঐক্যবদ্ধ। কেউ বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সেই ঐক্য ভাংতে পারবে না।’

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই এনসিপি এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিকে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে খণ্ডন করে।

দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিপি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবার। কোনো পর্যায়ের নেতার পদত্যাগের প্রশ্নই ওঠে না। কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনো বাস্তব ভিত্তি নেই।’

এনসিপি জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে দলের নীতি ও সাংগঠনিক পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং আগামী সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Link copied!