আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিজেদের ২৩২ আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। সেখানে বগুড়া-৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় তারেক রহমানের।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। বিভিন্ন সময় তার ফেরা নিয়ে গুঞ্জন উঠলেও এখনো তা হয়ে ওঠেনি।
তবে এখন তার ফেরার বিষয়টি চূড়ান্ত পথে রয়েছে বলে বিএনপি নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রের খবর, চলতি নভেম্বর মাসেই দেশে ফেরার দিনক্ষণ ঠিক হচ্ছে তার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন