নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় সেনাবাহিনীর গোপন অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী রবিন মিয়ােক (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় উদ্ধার করা হয়- একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্রসহ ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা।
সোমবার (৩ নভেম্বর) রাতে পূর্বাচল আর্মি ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। অপরাধী যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তিনি আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন