ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৭ এএম

বরিশালের উজিরপুরে বিএনপির এক ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার বলেন, রাতের অন্ধকারে দুইজন অজ্ঞাত ব্যক্তি দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তা দেখে আগুন নেভানোর চেষ্টা করেন।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।