ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

এনসিপির মিছিলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে ধাওয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:২৫ এএম
নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এ মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে এক যুবক হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ অন্যান্য নেতাকর্মী।