ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৭ সদস্যের এ কমিটির আহ্বায়ক হয়েছেন দলের কেন্দ্রীয় সংগঠক জাহিদুল ইসলাম সৈকত। সদস্য সচিব করা হয়েছে শাহ ওয়ালী উল্লাহ মানিককে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফেরদৌস আনোয়ার, এমদাদুল হক রাজিব, আশরাফ হোসেন সাদেক, আব্দুল্লাহ আল মামুন, জিনাত রেহানা আক্তার, মোহাম্মদ আবুল কাশেম, জুলফিকার আলী ও অ্যাডভোকেট রাশেদ আবরার।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাইমিন তাজিম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল জোবায়ের, ফজলে এলাহী সায়েম, আব্দুল কাইয়ুম সোহাগ, জহির রায়হান, বদরুদ্দোজা নোভেল, ওমর ফারুক ও মোসলেহ উদ্দিন মাহাদী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজা উদ্দিন সজিব। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিয়া উদ্দিন, সানাউল্লাহ রাশেদ, মিরাজ হোসাইন, ওমর ফারুক শুভ, জোবায়ের আল মুজাহিদ, নাহিদ রাব্বি ও আব্দুর রহিম। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে আব্দুল হালিম ও আবু সাঈদ অনিকে।
কমিটিতে সদস্য হয়েছেন ফেনী জেলার বিভিন্ন পেশাজীবী ও তরুণ নেতাদের নিয়ে গঠিত একটি বহুমুখী দল।
নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘ফেনীতে এনসিপির সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। জনগণের স্বার্থরক্ষায় দলকে সক্রিয় রাখতে চাই।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন